দেশে যোগ্যরা কেউ বেকার নেই : সালমান এফ রহমান
ফের বাংলাদেশে বেকার নেই দাবি করে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ সালমান ফজলুর বলেছেন, পোশাক খাতের মতো ম্যানুফ্যাক্চারিংয়ে আমাদের দক্ষ শ্রমিকের অভাব আছে। কৃষিতে হার্ভেস্টিংয়ে এখন লোক পাই না। কিন্তু বুয়েট, আইবিএ এর কোনো ছাত্র বেকার থাকে না। আইসটিতে যারা প্রশিক্ষিত তারাও বেকার নয়। ক্যারিয়ার প্লানিং ছাড়া যারা গ্র্যাজুয়েট তারাই শুধু বেকার থাকে।
তাই গ্রাজ্যুয়েট হওয়ার আগে বাজার বুঝে গ্র্যাজুয়েট হওয়ার পরামর্শ দেন তিনি।
ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) আয়োজনে রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় এই পরামর্শ দিয়েছেন তিনি।
এনবিআর এর সমালোচনা করে তিনি বলেন, তারা শুধু যারা কর দেয় তাদেরকেই চেপে ধরে। কর জালা বাড়ায় না।
ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযাগ ও তথ্যপ্রযুক্তি বিষয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং জারা মাহবুব।







